তৃতীয় দফার ভোটগ্রহণ পর্বে প্রথম ২ ঘণ্টায় বিক্ষিপ্ত হিংসার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। এবং মালদা দক্ষিণ কেন্দ্র থেকেও কিছু অভিযোগ উঠেছে। এদিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রানিনগর। ভুয়ো এজেন্ট ধরার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন মহম্মদ সেলিম। অন্যদিকে হরিহরপাড়ায় কংগ্রেসের নেতার বাড়ির সামনে বোমাবাজিরও অভিযোগ ওঠে।
এদিকে সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ১৫.৮৫ শতাংশ। তারমধ্যে ভোটদানের হারে আপাতত এগিয়ে রয়েছে জঙ্গিপুর। প্রথম দুঘণ্টায় সেখানে ভোট পড়েছে ১৬.৯৫ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে মালদা দক্ষিণ। সেখানে ভোট পড়েছে ১৬.৩ শতাংশ। এবং মালদা উত্তর এবং মুর্শিদাবাদে ভোট পড়েছে যথাক্রমে ১৫.৩৩ এবং ১৪.৮৭ শতাংশ। এবং এরাজ্যে ১৮২টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ৯টা পর্যন্ত সারা দেশে ভোট পড়েছে ১০.৫ শতাংশ।