উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ'র সাম্প্রতিক ফেসবুক পোস্ট নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে ক্ষোভপ্রকাশ করা হল ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীকে পাঠানো ই-মেলে লেখা হয়, উদয়ন গুহ'র ফেসবুক পোস্ট চিকিৎসকদের বিরুদ্ধে জনরোষ তৈরি করতে পারে। যা নিয়ে তাঁরা চিন্তিত। তা নিয়েও অবিলম্বে মন্ত্রীর এই পোস্টের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয় ফোরামের পক্ষ থেকে। ভবিষ্যতে যাতে চিকিৎসকদের বিরুদ্ধে এরকম "উস্কানিমূলক' পোস্ট কেউ না করেন, তার দিকে নজর দিতেও অনুরোধ করা হয় মুখ্যমন্ত্রীকে।
উল্লেখ্য, দিনহাটার মহকুমা হাসপাতালে দালালচক্রের 'সক্রিয়' হয়ে ওঠার অভিযোগ। অভিযোগ, জেলা হাসপাতালে রোগী রেফার হলেই দালালের মাধ্যমে নার্সিংহোমে পৌঁছে যাচ্ছেন, সেখানে অপারেশন করছেন খোদ মহকুমা হাসপাতালের চিকিৎসক। যে অভিযোগ পেয়ে রীতিমতো ক্ষুব্ধ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে উদয়ন গুহ লেখেন- ‘দিনহাটায় কিছু ডাক্তার আবার ডাকাতি শুরু করেছে। এদের দাওয়াই দরকার।’