৪৩ দিন জুড়ে ৭ দফার দীর্ঘ নির্বাচনের পর মঙ্গলবার ফল ঘোষণার দিন সকাল থেকেই একের পর এক চমক দেখা যাচ্ছে ইভিএমে। সমস্ত এক্সিট পোলের হিসেবে খান খান করে, রাজ্যে হাওয়া ফের তৃণমূলেরই। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার হাওয়াও গরম। বেলা যতই বাড়ছে ততই নিত্য নতুন মিম, পোস্ট দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটার, ফেসবুক ভাসছে মিমের বন্যায়।
চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক, সোশ্যাল মিডিয়ায় জনগণ কী বলছে?
যাদবপুর কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ, অন্যদিকে হিমাচলের মান্ডি থেকে এগিয়ে কঙ্গনা রানাউত। ফেসবুকবাসীর দাবি, তাঁরা এখন অপেক্ষায় কবে পার্লামেন্টে সায়নী এবং কঙ্গনার ঝগড়া দেখবেন।
আবার কারও বা ভোটের ফলে মন ভাঙতেই লিখলেন, ‘প্রাক্তনের থেকেও এক্সপেক্টেশন রাখা যায়, রাজ্যের মানুষের থেকে নয়’। আবার কারও কারও ভোটের রেজাল্টে কিছু যায় আসে না। একটি মিম ভাইরাল হয়েছে যেখানে লেখা, ‘যারা বেশি আসন পাবেন , আমাকে একটা দেবেন। আমার আসনটা ছিঁড়ে গেছে খেতে অসুবিধা হচ্ছে।’ কেউ কেউ বলছেন রেজাল্ট দেখতে দেখতে নিজেকেই প্রার্থী বলে মনে হচ্ছে।
অন্যদিকে, দেশের মধ্যে INDIA জোটের উল্লেখযোগ্য ফলের জন্য ধ্রুব রাঠির পিঠ ও চাপড়ে দিয়েছেন কেউ কেউ। দিলীপ ঘোষের হার নিয়েও সোশ্যাল মিডিয়ায় উঠেছে হাসির রোল।