ভোটের মুখে বড়সড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে। BJP-তে যোগ দিলেন রাণাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী। তাঁর নাম স্বস্তিকা ভূবনেশ্বরী। শনিবার বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন নিন।
মাস খানেক আগে বিধানসভায় গিয়ে বিধায়ক পদ ছাড়েন মুকুটমণি অধিকারী। চলতি লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের ঠিক আগেই জোড়াফুল শিবিরে ধাক্কা দিল গেরুয়া শিবির। এদিকে শনিবারই ছিল ওই কেন্দ্রের প্রচারের শেষ দিন।
এদিন মিঠুন চক্রবর্তী জানান, "স্বস্তিকার ভূবনেশ্বরীর হাতে পতাকা তুলে দিলাম। তিনি এখন বিরোধী প্রার্থীর স্ত্রী।" যদিও স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, স্বস্তিকা এবং মুকুটমণির সম্পর্ক দীর্ঘদিন ধরেই তলানিতে। স্বস্তিকা BJP-তে যোগ দিয়ে যে খুব একটা ফায়দা তুলতে পারবে গেরুয়া শিবির এমনটাও মনে করছেন না তাঁরা।