বয়স মাত্র ১৪ । অথচ তার জ্ঞানের ভান্ডার বড় বড় পন্ডিত মানুষকেও হার মানাবে । আর এখন তো সে আাবার জুনিয়র ক্রোড়পতি । হ্যাঁ ঠিকই শুনেছেন । সম্প্রতি, কৌন বনেগা ক্রোড়পতি-তে ১ কোটি জিতে ইতিহাস তৈরি করেছে হরিয়ানার মহেন্দ্রগড়ের ময়াঙ্ক । বলতে গেলে এখন সে কেবিসির সবথেকে কম বয়সী ক্রোড়পতি ।
ময়াঙ্কের জ্ঞানে মুগ্ধ বিগ বি । জানেন কি, কোনও লাইফলাইন ব্যবহার না করেই ৩.২ লাখ জিতেছে সে । ১২.৫ লাখের প্রশ্নে প্রথম লাইফলাইন ব্যবহার করে ময়াঙ্ক । সম্প্রতি, শোয়ের এই এপিসোডের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে । যেখানে ময়াঙ্ককে বলতে শোনা গেল, 'একমাত্র জিনিস যা গুরুত্বপূর্ণ তা হল আপনার জ্ঞান।' ছোট থেকেই ময়াঙ্ক মেধাবী । স্কুলে সবার থেকে দুই ধাপ এগিয়ে থাকে । বিগবি এমনটাই জানিয়েছেন ময়াঙ্কের বাবা-মা ।
৭ কোটির জন্যও খেলেছিল ময়াঙ্ক । কিন্তু, সেখানেই আটকে যায় সে । উত্তর তার জানা ছিল না । ফলস্বরূপ ময়ঙ্ক শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ১ কোটি টাকা নিয়ে ঘরে ফেরে।
কোটিপতি হয়ে কী বলছে ময়াঙ্ক ? জুনিয়র ক্রোড়পতি জানাচ্ছে, তাঁর জ্ঞানের ভাণ্ডার কেবিসির মঞ্চে তুলে ধরতে পেরে, তিনি সত্যিই খুব ভাগ্যবান । অমিতাভ স্য়ারের উল্টো দিকে বসার সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় কথা । বিগবি তাঁকে শুরু থেকে অনুপ্রাণিত করেছেন । এত কম বয়সে কোটিপতি হওয়াটা তাঁর গোটা পরিবাররে কাছে গর্বের বিষয় ।