মুক্তির অপেক্ষায় অজয় দেবগণের ‘ময়দান’ । শ্যুটিং চলছে সেই ২০১৯ সাল থেকে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, ইদের দিন ছবির মুক্তি। এই ছবি নিয়ে বাঙালিদের মধ্যে কৌতূহল বিপুল। একটি কারণ তো অবশ্যই ছবির বিষয় ফুটবল বলে, দ্বিতীয় কারণটি হল এই ছবিতে অভিনয় করছেন একাধিক বাঙালি অভিনেতা।
এর মধ্যে একজন রুদ্রনীল ঘোষ একথা সকলেরই জানা, এ বাদেও এই ছবিতে অভিনয় করছেন দুজন তরুণ বাঙালি অভিনেতা- অমর্ত্য রায় এবং আরিয়ান ভৌমিক। দুজনেই আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০১৯ সালে দুজনেই অডিশন দিয়েছিলেন। তারপর থেকে মুম্বই কলকাতা যাতায়াত।
Vistara Reduces Flights: বিমানচালকদের উপর বাড়ছে চাপ, দৈনিক বিমান চলাচলে রাশ টানছে ভিস্তারা
ফুটবল নিয়ে ছবি, তাই সেই বিষয়ে কোনও ত্রুটি রাখতে চাননি পরিচালক। এর জেরে তাঁদের রীতিমতো খেলা শিখতে হয়েছে। আরিয়ান ভৌমিককে নেভিল ডিসুজার চরিত্রে দেখা যাবে। অন্যদিকে অমর্ত্যকে দেখা যাবে বাংলার বিখ্যাত ফুটবলার চুনী গোস্বামীর চরিত্রে।