এবার বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইকে (Aishwarya Rai) নোটিস ধরাল আয়কর দফতর। অভিযোগ আয়কর ফাঁকি দিয়েছেন ঐশ্বর্য, তাঁকে বারংবার একথা জানানোর পরেও নাকি তিনি কর্ণপাত করেননি। এবার কড়া ব্যবস্থা আয়কর দফতরের। সূত্রের খবর , মহারাষ্ট্রের থানগাঁও শিনারের কাছে একটি সম্পত্তি রয়েছে ঐশ্বর্যর। সেই সম্পত্তিরই নাকি ২২ হাজার টাকার কর বাকি রয়েছে বিশ্ব সুন্দরীর।
Sabyasachi Chakraborty: অভিনয় জগত থেকে বিদায় কেন নিলেন বাবা? জানেন না সব্যসাচীর ছেলে গৌরবও
এবার ঐশ্বর্যকে সোজা নোটিস পাঠিয়ে আয়কর বিভাগ জানিয়েছে ১০ দিনের মধ্যে বকেয়া টাকা না মেটানো হলে অভিনেত্রীর বিরুদ্ধে ১৭৪ ধারায় নেওয়া হবে আইনি ব্যবস্থা। ঐশ্বর্যর আইনজীবী জানিয়েছেন, বুধবারই খাজনা জমা করে দেবেন অভিনেত্রী।