অভিনেতা জিতু কমল (Jeetu kamal) ও নবনীতা দাসের (Nabanita Das) হেনস্থার অভিযোগের ঘটনায় নতুন মোড়। ঘটনায় আরও দুজনকে গ্রেফতার পুলিশ। মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারই সকলকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। থানায় অভিযোগ জানাতে গিয়ে এক পুলিশকর্মীর হেনস্থার মুখে পড়েছেন বলে দাবি করেছিলেন নবনীতা। কর্তব্যরত সেই এএসআই পরশুরাম বরদলুইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে।
পাশাপাশি জিতু-নবনীতা এবং তাঁদের গাড়ির চালকের বিরুদ্ধে অভব্য আচরণ এবং গাড়ি ভাঙচুরের পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, দুটি অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরু হবে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গাড়ি নিয়ে বিরাটি থেকে সোদপুর যাচ্ছিলেন জিতু-নবনীতা। সেই সময়েই নিমতা মাঝেরহাটি মোড়ে তাঁদের গাড়িকে অপর এক পণ্যবাহী গাড়ি ধাক্কা দেয় বলে অভিযোগ। নবনীতা ও জিতুর অভিযোগ, তাঁদের গাড়ির চালককে চাপা দেওয়ার চেষ্টা করা হয়।
ফেসবুকে লাইভে এসে দম্পতি জানিয়েছেন, ওই পণ্যবাহী গাড়ি চালক অভিনেত্রীকে ক্রমাগত খুন ও ধর্ষণের হুমকি দিয়েছে। এর পর নিমতা থানায় গেলে পুলিশি অসহযোগিতার মুখে পড়েন বলেও জানান জীতু-নবনীতা। নিমতা থানার পক্ষ থেকে অবশ্য সকল অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।