ডিসেম্বরেই কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু তারও আগে বাংলা চলচ্চিত্র প্রেমীদের জন্য সুখবর। শহরে এবার ওপার বাংলার চলচ্চিত্রের উৎসব।
আগামী ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত , পাঁচদিনের বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। সে দেশের ২৫ টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, ৪টি প্রামাণ্য চলচ্চিত্র এবং ৮টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দেখানো হবে চতুর্থ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
২০১৯ থেকে টানা চারবার এই উৎসবের আয়োজন করা হয়েছে বাংলা সিনেপ্রেমীদের জন্য। নন্দন ১,২ এবং ৩ এই তিনটি প্রেক্ষাগৃহে দেখানো হবে ওপার বাংলার ছবিগুলি।
এই উৎসব কাঁটাতারের গণ্ডি পেরিয়ে দু'দেশের মানুষকে আরো কাছাকাছি আনবে বলে আশাবাদী আয়োজকরা।