TOP 5 Bengali Webseries: নিউ নর্মালে বাঙালির কাছে বিনোদনের সংজ্ঞাটা বদলেছে রাতারাতি। সিনেমা থিয়েটার অতিমারীকালে দীর্ঘকাল বন্ধ থাকার ফলে বাঙালি দর্শক রাতারাতি মজেছে ওয়েবসিরিজে। বছরভর আমরা উপহার পেয়েছি একের পর এক জমাটি বাংলা ওয়েব সিরিজ। বছর ফুরনোর আগে একবার ফিরে দেখা যাক সেরা পাঁচ বাংলা ওয়েবসিরিজ।
বেশভুষা জটায়ুর মত। অথচ নেশা এবং পেশায় মিল রয়েছে ফেলুদার সঙ্গে। এ হেন একেন বাবু এখন বঙ্গ জীবনের অঙ্গ।হাবে ভাবে স্মার্ট নন একেন বাবু। স্বভাবে বড়ই বিনয়ী। অথচ মগজ চলে উশেইন বোল্টের গতিতে। সম্প্রতি শোনা গিয়েছে বড় পর্দাতেও আসতে চলেছে একেন বাবু।
বাঙালির গোয়েন্দাপ্রীতি বরাবরের। ব্যোমকেশপ্রীতি তো বটেই। তবে ব্যোমকেশ অবশ্য নিজেকে বলেন সত্যান্বেষী। নভেম্বরে হইচইতে রিলিজ করেছে ব্যোমকেশের চোরাবালি গল্প নিয়ে নতুন সিরিজ। ব্যোমকেশ এবং সত্যবতীর ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য এবং ঋদ্ধিমা। অন্যান্য চরিত্রে তাক লাগিয়েছেন অর্জুন-ঊষসীরা।
জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের প্রথম ওয়েবসিরিজ। ছবিতে একেবারেই তারকা সমাগম না থাকাটাই চোখে পড়ার মতো। বিরহী নামের এক কাল্পনিক গ্রাম, সেখানকার জীবন, রাজনীতি সবই ফুটে উঠেছে ওয়েবসিরিজে। ইতিমধ্যে এই ওয়েবসিরিজের কন্টেন্ট এবং সংগীত নিয়ে আলোচনা হয়েছে নানা মহলেই।
শেক্সপিয়রের ম্যাকবেথ অবলম্বনে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের প্রথম পরিচালনা। মুক্তি পাওয়ার পর থেকেই সাড়া ফেলে দিয়েছে মন্দার। গেইলপুরের মানুষের জীবন, রাজনীতি খুন, জখম, প্রতিহিংসা, কী নেই ছবিতে। দেবাশিস মণ্ডল, সোহিনি সরকার ছাড়াও সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ নিজে।
বড়দিনের ঠিক আগে হইচই(Hoichoi) দর্শকদের কাছে আবারও নিয়ে এল আলাপ-শ্রুতির জুটি। সঙ্গে নতুন রহস্য 'রুদ্রবীণার অভিশাপ'(Rudrabinar Obhishap )।আগে তানসেনের তানপুরার দুই সিজনেই রহস্য উন্মোচন করে দারুণ এক বাংলা ওয়েবসিরিজ(Web series) উপহার দিয়েছিল হইচই। নতুন সিরিজ নিয়ে তাই প্রত্যাশা ছিলই আগে থেকে, প্রত্যাশা পূরণও হয়েছে। বিক্রম এবং রূপসা চট্টোপাধ্যায় ছাড়াও এই সিরিজে রয়েছেন শ্রীলেখা মিত্র, দেবশঙ্কর হালদার, মল্লিকা মজুমদার, সুজন মুখোপাধ্যায়, সৌরভ দাস, দিতিপ্রিয়া রায়রা। সব মিলিয়ে একেবারে তারার হাট।