অভিনেতা হিসেবে তিনি প্রতিষ্ঠিত কেরিয়ারের গোড়া থেকেই। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন টলিউডের সুপারস্টার দেব। এরপর নিজের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইমেন্ট ভেঞ্চার্স খোলেন অভিনেতা। এরপর একের পর এক হিট ছবি যেমন কিসমিস, প্রজাপতি, টনিক এর মতো ছবি তৈরী করেন দেব। দেখতে দেখতে দেব ভেঞ্চার্স ৬ বছর কাটিয়ে ফেলল। বিশেষ দিনে আসন্ন ছবি বাঘাযতীনের ফার্স্ট লুক সামনে আনেন দেব, ঘোষণা করা হয় মুক্তির দিনও।
Bagha Jatin: পুজোতেই তিন ভাষায় মুক্তি পেতে চলেছে 'বাঘাযতীন', প্রকাশ্যে দেবের ফার্স্টলুক
শুক্রবার কেক কাটলেন অভিনেতা সাংসদ। হলুদ কেকের উপর লেখা ‘6 years of powerpack entertainment’, অর্থাৎ পাওয়ারপ্যাক বিনোদনের ৬ বছর। দেব ভেঞ্চার্সের আগামী ছবি ‘বাঘাযতীন’ মুক্তি পেতে চলেছে এই পুজোতেই। এই ছবিতে দেবের বিপরীতে ডেবিউ করবেন নবাগতা অভিনেত্রী সৃজা দত্ত।