শুক্রবার ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (National Film Awards) জন্য বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবছর সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন দক্ষিণের অভিনেতা সূর্য এবং বলিউড অভিনেতা অজয় দেবগন। সোরারাই পোত্রু ছবিতে অভিনয়ের জন্য সূর্য এবং তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র ছবিতে অভিনয়ের জন্য অজয় দেবগন যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন।
এটি সূর্যর প্রথম জাতীয় পুরস্কার এবং অজয় দেবগনের তৃতীয়। এর আগে অজয় ১৯৯৮ সালে ‘জখম’ ছবির জন্য এবং ২০০২ সালে দ্য লিজেন্ড অফ ভগত সিং-এর জন্য সেরা জাতীয় অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। সিম্পলিফ্লাই ডেকানের প্রতিষ্ঠাতা জি গোপীনাথের জীবনের উপর ভিত্তি করে তৈরি সোরারাই পোত্রু সেরা ছবি, সেরা চিত্রনাট্য এবং সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে। এছাড়া এই ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছেন অপর্ণা বালামুরালি। তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র ছবিটি সেরা জনপ্রিয় ছবির বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে।
Banga Bibhushan Award 2022: বাঙালির ফুটবল আবেগকে সম্মান, তিন প্রধানকেই 'বঙ্গ বিভূষণ' রাজ্যের
মালয়ালম থ্রিলার আয়াপ্পানুম কোশিয়ুম ছবির জন্য কে আর সচিদানন্দন সেরা পরিচালক (মরণোত্তর ) পুরস্কার পেয়েছেন এবং বিজু মেনন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন। ছবিটির পরিচালক কে আর সচিদানন্দন মাত্র ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে অভিযাত্রিক। সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন থামন এস।