ইংরেজির একটি প্রবাদ যেন তাঁর জন্যেই তৈরি। এজ ইজ জাস্ট আ নাম্বার! এই তো, আশি বছর পূর্ণ করলেন অমিতাভ বচ্চন। এখনও প্রতিনিয়ত নিজেকে ভাঙেন গড়েন, ক্রমাগত নিজেকেই নিজে চ্যালেঞ্জ ছুড়ে দেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ২০২২ এ বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছবি মুক্তি পাচ্ছে তাঁরই, সারা বছরে সাতটি! আশি বছর বয়সে এসেও বিগ বি টেক্কা দিলেন অজয় দেবগন, অক্ষয় কুমারদের।
অজয়-অক্ষয়, দুজনেরই, ২০২২ এ মুক্তি পাওয়া ছবির সংখ্যা ৫। আর বলিউডের তিন খানেদের ছবি এ বছর মুক্তি পাচ্ছে একটি করেই। সেখানে, বিগ বির সাত সাতটি ছবি। এদের মধ্যে উল্লেখযোগ্য ব্রহ্মাস্ত্র, চুপ, গুডবাই, রানওয়ে ৩৪, ঝুন্ড উল্লেখযোগ্য।
সম্প্রতি বিগ বি-র বায়োপিক বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন পরিচালক আর বালকি, তবে অমিতাভের চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তুলতে পারেন, এমন কাউকে নাকি খুঁজেই পাননি পরিচালক। তাহলে শেষমেশ শাহেনশাকেই কি দেখা যাবে তাঁরই বায়োপিকে?