অতিমারী আবহে বাংলা ছবির খরা কাটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি, শুধু এটুকুও খবর হতে পারত। ছবির কেন্দ্রীয় চরিত্রে সুপারস্টারেরা নেই, সে কারণেও আলোচনায় থাকতে পারে এই ছবি। তবে ৮/১২ বিনয় বাদল দীনেশ ছবি বারবার আলোচনায় চলে আসবে ছবির মূল গল্পের জন্যই।
সুভাষময় বঙ্গ জীবন! বাঙালির প্রেমে এবং ফ্রেমে, নানা রঙে নেতাজি
১৯৩০এর ৮ই ডিসেম্বর। যুগান্তর দলের সদস্য বিনয় বসু (Binay Bose), বাদল গুপ্ত (Badal Gupta) ও দীনেশ গুপ্ত (Dinesh Gupta) ছদ্মবেশে কলকাতার রাইটার্স বিল্ডিং-এ প্রবেশ করেন । তাঁরা দোতালায় উঠে গিয়ে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করলেন তিন তরুণ, তাঁদের চোখে তখন দেশকে শৃঙ্খলমুক্ত করার স্বপ্ন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল অলিন্দ যুদ্ধ।
ইতিহাস বিস্মৃত হওয়ার আগে তাঁকে পর্দায় তুলে আনলেন পরিচালক অরুণ রায়। কেএসএস প্রোডাকশন্স এবং এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ছবিটি মুক্তি পেয়েছে প্রজাতন্ত্র দিবসে। মূল চরিত্রের কলাকুশলীদের অধিকাংশই মঞ্চের চেনা নাম। রয়েছেন অর্ন মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay) , গুলশানারা (Gulshanara Khatun) খাতুন। বিনয়ের চরিত্রে অভিনয় করা কিঞ্জল নন্দ (Kinjal Nanda) অবশ্য ইতিমধ্যে পর্দায় যথেষ্ট চেনা মুখ। বেঙ্গল ভলান্টিয়ার্স দলের হেমচন্দ্র ঘোষের ভুমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।