প্রসূন চট্টোপাধ্যায়ের 'দোস্তজী' সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে । মুক্তির আগেই এই ছবি ঝুলিতে ভরেছে ৮টি আন্তর্জাতিক পুরস্কার। ছবির প্রশংসায় ইতিমধ্যেই মুখর হয়েছে টলিউড থেকে বলিউডের তাবড় তাবড় অভিনেতা পরিচালকরা। ছবির নিখাদ বন্ধুত্বের গল্প ছুঁয়ে গিয়েছে সকলকে। এবার ,এই শিক্ষামূলক ছবি Directorate of Child Rights and Trafficking এর তরফ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন হোম এবং টেম্পরারি শেলটারে থাকা প্রায় ৮০০ জনকে 'দোস্তজী' বিনামূল্যে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ আমন্ত্রণ পেল প্রসূনের 'দোস্তজী'
শুক্রবার, নন্দনে বিকেল সাড়ে চারটের শোয়ে এই ছবি দেখানো হবে ওই ‘অসহায়’ বেশ কিছু শিশুকে। এদের মধ্যে অনেকেই জীবনে প্রথমবার সিনেমা হলে বসে কোনও ছবি দেখবে। এদিকে ছবির দুই অভিনেতা আশিক (Ashik Shaikh) আর আরিফ (Arif Shaikh) ডোমকলের ভগীরথপুরের দুই খুদে, যারা গ্রামের বাইরে পা-ই রাখেনি কোনওদিন, অথচ এই ছবির মাধ্যমে জয় করে ফেলেছে গোটা বিশ্বের মন।
প্রসঙ্গত, ১৯৯২-৯৩ সালের সাড়া ফেলে দেওয়া একটি ঘটনা। বাবরি মসজিদ ধ্বংস। তার আঁচ গিয়ে পৌঁছেছিল ভারত-বাংলাদেশ সীমান্তের দূরবর্তী গ্রামেও। সেই গ্রামেরই দুই বন্ধু পলাশ (অভিনয়ে আশিক) এবং সফিকুলের (আরিফ) গল্প 'দোস্তজী'।