নগ্ন ফটোশুট নিয়ে ফের আইনি বিপাকে রণবীর সিং (Ranveer Singh) । আগেই অভিনেতার বিরুদ্ধে চেম্বুর পুলিস স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে । এবার রণবীরের নগ্ন ফোটশুট (Naked Photoshoot of Ranveer Singh) বিতর্কের আঁচ পৌঁছল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । আদালতে রণবীরের নামে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে । আগামী ৮ অগাস্ট এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।
মামলাটি করেছেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান । রণবীরের নগ্ন ছবি যাতে এরাজ্যে বিশেষ না ছড়ায়, সেজন্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছেন নাজিয়া । তাঁর কথায়, রণবীরের এই ছবি, জনমানসে এবং শিশুদের মনে খারাপ প্রভাব ফেলতে পারে । উল্লেখ্য, রণবীরের নগ্ন ফটোশুট সম্পর্কে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও প্রতিক্রিয়া দিয়েছিলেন। টুইটে তিনি প্রশ্ন তুলেছিলেন, রণবীর যদি মহিলা হতেন তাহলেও এত প্রশংসা আসত তো? আবেদনে ওই টুইটের কথাও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন, Tele Serial Godhuli Alap : উকিলবাবুকে ভুলে যাবে নোলক ! নতুন চমক 'গোধূলি আলাপ'-এ
উল্লেখ্য, পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন রণবীর সিং । জোর গলায় দাবি করেছিলেন, হাজার জন মানুষের সামনে নগ্ন হওয়ার সাহস রাখেন তিনি । কিন্তু, এই ফটোশুট সামনেই আসতেই বিতর্কের ঝড় বয়ে যায় । অনেকে অভিনেতার প্রশংসা করেন, আবার অনেকে এই ধরনের ফটোশুট নিয়ে নানা প্রশ্ন তোলেন । নিজের নগ্ন ছবি দিয়ে মহিলাদের ভাবাবেগে আঘাত করেছেন রণবীর, উঠেছে এমন অভিযোগও ।