খোলামেলা পোশাক পরে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন উরফি জাভেদ। ছক ভাঙা পোশাকে বরাবর তিনি অবাক করেন নেট দুনিয়াকে। কখনও তাঁকে দেখা যায় কাগজ,রাংতা দিয়ে পোশাক পরতে। কখনও আবার দেহ ঢাকেন তার কিংবা সেফটিপিন দিয়ে। এবার পোশাক নিয়ে সাহসিকতা দেখিয়ে আইনি জটিলতায় জড়ালেন উরফি। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর নামে।
গত ১১ অক্টোবর প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়া স্টার উরফি জাভেদ অভিনীত 'হায় হায় ইয়ে মজবুরি'। কিংবদন্তী লতা মঙ্গেশকরের এই গানের রিমেক ভার্সনে নাচতে দেখা যায় উরফিকে। তাঁর পরনে ছিল লাল শাড়ি আর ব্রালেট। বৃষ্টির মধ্যে ভেজা পোশাকে নাচছেন উরফি। আর তা নিয়েই তোলা হয়েছে আপত্তি।
এই ভিডিয়ো নিয়ে আগেই তোলপাড় হয়েছিল নেট দুনিয়া। শুরু হয় কটাক্ষ। যদিও সেই কটাক্ষের জবাব দিয়েছিলেন উরফি। এবার বৈদ্যতিন মাধ্যমে এই পোশাকে অশালীন ভিডিয়ো প্রকাশ করার জন্য দিল্লি থানায় উরফির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। তবে, কে বা কারা এই অভিযোগ জানিয়েছে তা জানা যায়নি।