Bipasha Basu : দু'বারের ডিভোর্সি পাত্রের সঙ্গে বিয়ে, বিপাশার জীবনে এমন ৫ বিতর্ক, যা ঝড় তোলে বলিউডে

Updated : Jan 07, 2025 11:43
|
Editorji News Desk

নব্বইয়ের দশকের বলিউডের বং বিউটি তিনি । কাজলকালো চোখ, গালে টোল পরা মিষ্টি হাসির জাদুতে সকলের মন কেড়েছেন । তাঁর লাস্যময়ী রূপে ঘুম উড়েছে কত পুরুষের । হৃদয় উথাল-পাতাল করা তাঁর চোখের চাহনি । বিকিনি হোক বা শাড়ি...সব পোশাকেই অ্যাটট্রাকটিভ, বোল্ড । এককথায় বিটাউনের হটেস্ট অ্যাকটর । বিপাশা বসু । মডেলিং থেকে কেরিয়ার শুরু, না তাঁর ঝুলিতে মিস ওয়ার্ল্ড বা মিস ইন্ডিয়া নেই ঠিকই, কিন্তু, একটা সময় ব়্যাম্পে, ম্যাগাজিনের কভার পেজে ঝড় তুলেছেন নায়িকা । বলিউডে হরর সিনেমার রানি তিনি ।  আজ, ৭ জানুয়ারি বিপাশা ডে । ৪৬-এ দেবীর মা । তবে, বিপাশার বয়সই বেড়েছে, কিন্তু, দেখে সত্যি বোঝার উপায় নেই । চল্লিশ পেরিয়ে গেলেও নায়িকার জেল্লা ফেটে পড়ছে, সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হটনেস । পুলের ধারে ৪৬-এর বিপাশার বিকিনি লুক হার মানাবে এখনকার নায়িকাদেরও ।  

সিনেমার চরিত্র হোক বা পোশাক...বারবার ট্যাবু ভেঙেছেন বিপাশা । নায়িকার দুই দশকের বেশি সময়ের কেরিয়ারে খ্যাতি যেমন এসেছে, বিতর্কও পিছু ছাড়েনি । কখনও চুমু প্রসঙ্গ, কখনও আবার রাতভর পার্টি করে একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন বিপাশা । জন্মদিনে দেখে নেওয়া যাক বিপাশা-কে কেন্দ্র করে তৈরি এমন ৫ কন্ট্রোভার্সি, যা রাতারাতি হেডলাইন হয়েছিল ।

রাজনীতিবিদের সঙ্গে সেক্স চ্যাট

 ২০০৬ সাল । সেইসময় একটি অডিও ক্লিপিং রাতারাতি ভাইরাল হয় । ওই ক্লিপে রাজনীতিবিদ অমর সিং-এর সঙ্গে আরও এক মহিলার কন্ঠস্বর শোনা যায় । অনেকে মনে করেন, ওই মহিলার কন্ঠস্বর বিপাশার । যদিও, তা বারবার অস্বীকার করেছেন নায়িকা । অমর সিং অবশ্য স্বীকার করেছিলেন অডিও ক্লিপে তাঁর কন্ঠস্বরও শোনা গিয়েছে । কিন্তু, অপরজন নাকি বিপাশা নন । কী শোনা গিয়েছিল সেই অডিও ক্লিপে ? মহিলার কন্ঠস্বরে শোনা গিয়েছিল "age matters between the legs." অর্থাৎ যৌনতা বা সঙ্গমের ক্ষেত্রে বয়স গুরুত্বপূর্ণ ।

দিনো-বিপাশা 'ভাইরাল' ফটোশুট

কেরিয়ারের শুরুর দিকে দিনো মারিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী । সেইসময় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । ছবিতে বিকিনিতে দেখা যায় বিপাশাকে । আর নায়িকার অন্তর্বাস দাঁত দিয়ে খুলতে দেখা যায় দিনো মারিয়াকে । ছবিটি ফাঁস হয়ে যাওয়ার পরে বলিউডে হইচই পড়ে গিয়েছিল । 

রোনাল্ডো-বিপাশা 'কিস'

ফুটবলার রোনাল্ডোর সঙ্গে বিপাশার সম্পর্ক কারও অজানা নয় । প্রকাশ্যে তাঁরা স্বীকার না করলেও, জনসমক্ষে বিপাশার ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিলেন রোনাল্ডো । সেই কিস বিতর্কও রাতারাতি পেজ থ্রি-তে হেডলাইন হয়েছিল ।

বিপাশা-আমিশার ফটোশুট

এক ম্যাগাজিন কভারের জন্য ফটোশুট করেছিলেন বিপাশা-আমিশা । যা সমালোচনার ঝড় তুলেছিল । অথচ, বিপাশা-আমিশার মধ্যে তিক্ততা রয়েছে অনেকদিন ধরে । জিসম-এ বিপাশাকে দেখে চোখ সরাতে পারেননি বহু পুরুষ, এমনকি নারীরাও। অথচ, বিপাশাকে কটাক্ষ করে আমিশা বলেছিলেন, 'সত্যি কথা বলতে কি জিসমের মতো ছবি করার জন্য যেধরনের শরীরি সৌন্দর্য, ব্যক্তিত্বের প্রয়োজন তা ওঁর নেই।'

জুতোর ফিতে

টুইটারে একটি ছবি শেয়ার করেন বিপাশা । ছবিতে দেখা যায়, নায়িকার জুতোর ফিতা খুলছেন দুই কিশোরী । এই ছবি প্রকাশ করে কম কটাক্ষের মুখে পড়েননি তিনি ।

মডেলিং থেকে কেরিয়ার শুরু বিপাশার । অথচ, নায়িকা ডাক্তার হতে চেয়েছিলেন । তবে, এক নামী বলিউড তারকার স্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পরই জীবন বদলে যায় তাঁর । তিনি আর কেউ নন, অর্জুন রামপালের প্রাক্তন স্ত্রী ও নামী মডেল মেহর জেসিয়া । তিনিই বিপাশাকে পরামর্শ দেন মডেলিংয়ে আসার জন্য । বলিউডে বিপাশা ডেবিউ করলেন ২০০১ সালে অক্ষয় কুমারের বিপরীতে আজনাবি সিনেমায় । ২০০২-এ এল 'রাজ'। বক্স অফিসে ব্লকবাস্টারের লিস্টে জুড়ে গেল এই সিনেমার নাম । তারপর আর পিছন থেকে ফিরে তাকাতে হয়নি । বিপাশার ঝুলিতে রয়েছে জিসম,নো এন্ট্রি, ধুম টু, ওমকারা-র মতো সিনেমা । বিপাশাকে শেষবার দেখা গিয়েছিল 

বিপাশার প্রেম জীবনও বিতর্কিত । রাজ ছবিতে দিনো মারিয়া এবং বিপাশা বসুর জুটি দর্শকের মনে ধরেছিল । বাস্তবেও প্রেমে পড়েছিলেন তাঁরা । কিন্তু, ভেঙে যায় সেই সম্পর্ক । তবে, তাঁরা দু'জনে খুবই ভাল বন্ধু তাঁরা । তারপর বিপাশার জীবনে আসেন জন আব্রাহাম । কিন্তু, তাও টেকেনি । পরে সইফ, হরমন বাওয়েজার সঙ্গেও নাকি ডেট করেছিলেন বলে কানাঘুষো শোনা যায় । কিন্তু, সেই প্রেমও ভাঙে । বারবার ব্রেক-আপের কারণে বিপাশা নাকি মানসিক অবসাদে ভুগছিলেন । তারপর কর্ণ সিং গ্রোভারের সঙ্গে আলাপ । বাকিটা তো সকলেরই জানা । ২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন বিপাশা। এক বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা । ভালবেসে একে অপরকে ‘মাঙ্কি’ বলেন । তিন বছর আগেই দুই থেকে তিন হয়েছেন তাঁরা । দেবী এসেছে তাঁদের জীবনে । তবে, মা হওয়ার জার্নিটাও কম চ্যালেঞ্জের ছিল না বিপাশার জন্য । আপাতত, সংসার, মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন । বং বিউটি বিপাশাকে জন্মদিনের শুভেচ্ছা । 

Bipasha Basu

Recommended For You

editorji | বিনোদন

Serial Mittir Bari : কৌশাম্বী অতীত ? পারিজাতের সঙ্গে রোম্যান্স আদৃতের, ফুলসজ্জার ভিডিও ভাইরাল

editorji | বিনোদন

Dev-Rukmini : নতুন বছরে বড় ঘোষণা দেবের, চমক দিলেন রুক্মিণীও, তবে কি বিয়ে ?

editorji | বিনোদন

Tollywood Resolution: কেউ ছাড়তে চান সিগারেট কেউ বা নেগেটিভিটি,নতুন বছরে স্বস্তিকা,পরম,ঋতদের রেজোলিউশন কী?

editorji | বিনোদন

Armaan Weds Aashna: বছরের শুরুতেই ঘর বাঁধলেন আরমান-আশনা, রূপকথার মতো চোখ জোড়ানো ছবি ভাইরাল

editorji | বিনোদন

Jeet: নতুন বছরে আসছে 'Lion', ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে টলিউডে জিতের গর্জন