লোকসভা ভোটের উত্তাপের মধ্যেও, যাদবপুরের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তী রয়েছেন সম্পূর্ণ অন্য মেজাজে। শহর থেকে দূরে, বৃন্দাবনে দোল কাটাতে গিয়েছেন তিনি। আর সেখানেই গিয়েই বেজায় বিপাকে পড়লেন অভিনেত্রী। তাঁর সাধের রোদচশমা ধরে টান মেরে পালিয়েছে একজন। যেন ভর দুপুরে ডাকাতি।
মিমিও ছুটলেন সেই ডাকাতের পিছন পিছন, কত আবদার, অনুরোধ করলেন। বললেন, ‘You just took my favorite Sunglasses!’ কিন্তু ডাকাত বাবাজি কিছুতেই ফেরত দেওয়ার নাম করছে না। মিমির সানগ্লাস মুখে নিয়ে ছুটছে সে। আসলে এই ডাকাত একটি বাঁদর। শেষমেশ এক প্যাকেট জ্যুস ঘুষ দিয়ে নিজের চশমা ফেরত পেয়েছেন অভিনেত্রী।
Partha Sarathi Deb: দীর্ঘ লড়াইয়ের অবসান, প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব
মিমিকে বলতে শোনা গেল, ‘আমার সানগ্লাস কেন নিলে, এটা কী খাবার জিনিস?’ তারপর 'মেরে চশমা দে দে ইয়ার' বলে আবারও অনুরোধ করলেন অভিনেত্রী। তারপর চশমা রেখে, খাবার নিয়ে পালাল বাঁদর…