অপেক্ষার প্রহর গুণতে শুরু করে দিয়েছে গোটা দেশ। আসছে ‘পুষ্পা ২’। ‘পুষ্পা টু’ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে । বড়পর্দায় পুষ্পারাজকে দেখার অপেক্ষায় দর্শকরা । প্রথমে ১৫ অগাস্ট ছবি মুক্তির দিন ঠিক করা হলেও, আরেকটু সময় চেয়ে নেন নির্মাতারা। আরও চার মাস পিছিয়ে গিয়েছে মুক্তির তারিখ । চলতি বছর ৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমা । অনেক দিন ধরেই আঁটসাঁট নিরাপত্তায় চলছে ছবির শ্যুটিং। শ্যুটিং প্রায় শেষ বলেই জানা যাচ্ছে। ট্রেলার মুক্তির আগে ছবির একটি দৃশ্যও যেন সামনে না আসে, সেই চেষ্টাতেই ছিলেন সকলে। কিন্তু কে শোনে কার কথা?
সম্প্রতি ‘পুষ্পা টু’এর একটিই দৃশ্য ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে দেখা যায়। সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, এই ঘটনা শোনা মাত্রই রাগে ফেটে পড়েছেন আল্লু। শুধু তাই নয় পুরো টিমের উপর উগরে দিয়েছেন ক্ষোভ।
আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল' ২০২৪ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবি গুলির মধ্যে একটি। ৮ এপ্রিল, আল্লু অর্জুনের জন্মদিনের দিনেই সামনে এসেছিল ‘পুষ্পা ২’ এর টিজার। সেই প্রথম ঝলক দেখার পর থেকেই দর্শকদের কৌতূহল বেড়ে গিয়েছে আরও কয়েক গুণ। তাই এই এক কুচি ভিডিয়ো ভাইরাল হতেই, ঝড়ের গতিতে তা ছড়িয়েও পড়ছে।