Rahman-Mohini : রহমানের পরই ডিভোর্স ঘোষণা টিমের গিটারবাদক মোহিনীর, সুরকারের ঘর ভাঙার নেপথ্যে বঙ্গললনা ?

Updated : Nov 20, 2024 18:50
|
Editorji News Desk

সঙ্গীতজগতে বিচ্ছেদের সুর । মঙ্গলবার থেকে পেজ থ্রি-র পাতা জুড়়ে শুধুই এ আর রহমান-সায়রা বানু । ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন তাঁরা । এরই মধ্যে আবারও একটা বিয়ে ভাঙার খবরে সরগরম বলিপাড়া । এ আর রহমান-সায়রা বানুর পরই বিবাহ-বিচ্ছেদের ঘোষণা করেছেন গিটার বাদক মোহিনী দে । তিনি আবার এ আর রহমান টিমের অন্যতম বেস গিটারিস্ট । রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে মোহিনীও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বামী মার্ক হার্টসুচের সঙ্গে বিয়ে ভাঙার ঘোষণা করেন । আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন । দু'টো ঘটনার মধ্যে একটা সূত্র খুঁজে পাচ্ছেন নেটিজেনরা । রহমানের বিচ্ছেদের পিছনে একটা পরকীয়ার আভাস পাচ্ছে নেটপাড়া । গুঞ্জন চলছে, মোহিনীর সম্পর্কই কি রহমান-সায়রা বানুর বিচ্ছেদ ?

মঙ্গলবারই মোহিনী দে সোশ্যাল মি়ডিয়ায় একটি পোস্ট করেন । সঙ্গীতশিল্পী লেখেন, ভারাক্রান্ত মন নিয়ে তাঁরা আলাদা হতে চলেছেন । পারস্পরিক বোঝাপড়ার মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । তবে, বিচ্ছেদের পরও তাঁরা বন্ধু থাকবেন । একসঙ্গে কাজ করবেন । বিচ্ছেদের কারণ হিসেবে মোহিনী জানিয়েছেন, দু'জনেরই মনে হয়েছে, জীবন থেকে তাঁদের চাহিদা ভিন্ন । তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত ।  একইসঙ্গে মোহিনীর অনুরোধ, ইতিবাচক মানসিকতা নিয়ে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন । তাই দয়া করে যেন তাঁদের সিদ্ধান্ত নিয়ে কাঁটাছেড়া না করা হয় । 

মোহিনী দে একজন বাঙালি ।  কলকাতার সঙ্গীত-প্রেমীদের কাছে পরিচিত নাম । রহমানের সঙ্গে ৪০টিরও বেশি শো করেছেন । দেশ-বিদেশের মঞ্চে গিটার হাতে ঝড় তুলেছেন । বাংলাদেশের 'গান বাংলা' সিরিজেও কাজ করেছেন । মোহিনীর স্বামী মার্কও সুরকার । তবে, এবার তাঁরা বিচ্ছেদের পথে হাঁটলেন ।

মোহিনীর বিচ্ছেদের পোস্ট প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্স কটাক্ষে ভরিয়েছেন নেটিজেনরা । কেউ লিখেছেন, 'রহমানের সঙ্গে কি কিছু চলছে ?' কেউ লেখেন, রহমান ও মোহিনীর বিয়ে কি শুধু সময়ের অপেক্ষা ? এমনই গুঞ্জনের চলছে নেটপাড়ায় । 

রহমান ও সায়রা বানুর বিচ্ছেদ

বুধবার হঠাৎ রাতে প্রথমে বিচ্ছেদ ঘোষণা করেন সায়রা বানু । তারপর মধ্যরাতে বিচ্ছেদ নিয়ে বিবৃতি দেন সঙ্গীতশিল্পী এআর রহমান। টুইটারে তিনি লিখছেন,  ‘আমরা গ্র্যান্ড থার্টিতে পৌঁছনোর আশা করেছিলাম, কিন্তু সবকিছু, মনে হয়, একটি অদেখা শেষ বহন করে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবুও, এই ছিন্নভিন্নতায়, আমরা অর্থ খুঁজি, তবে টুকরোগুলি আবার তাঁদের জায়গা খুঁজে পাবে না।’ বন্ধু এবং শুভানুধ্যায়ীদের কাছে তাঁদের এই সিদ্ধান্তকে সম্মান করার আহ্ববান জানিয়ে কিছুটা প্রাইভেসি চেয়ে নিয়েছেন রহমান। 

Rahman

Recommended For You

editorji | বিনোদন

Dev-Rukmini : নতুন বছরে বড় ঘোষণা দেবের, চমক দিলেন রুক্মিণীও, তবে কি বিয়ে ?

editorji | বিনোদন

Tollywood Resolution: কেউ ছাড়তে চান সিগারেট কেউ বা নেগেটিভিটি,নতুন বছরে স্বস্তিকা,পরম,ঋতদের রেজোলিউশন কী?

editorji | বিনোদন

Armaan Weds Aashna: বছরের শুরুতেই ঘর বাঁধলেন আরমান-আশনা, রূপকথার মতো চোখ জোড়ানো ছবি ভাইরাল

editorji | বিনোদন

Jeet: নতুন বছরে আসছে 'Lion', ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে টলিউডে জিতের গর্জন

editorji | বিনোদন

Arun Roy Passes Away : নতুন বছরে থামল লড়াই, প্রয়াত 'বাঘাযতীন' পরিচালক অরুণ রায়, শোকপ্রকাশ দেব, কিঞ্জলের