বলিউডে ফের বিয়ের সানাই। বছরের শুরুতেই চার হাত এক হল জনপ্রিয় গায়ক আরমান মালিক এবং আশনা শ্রফের। আশনার গলায় মালা দিয়ে আরমান বললেন, ‘তুহি মেরা ঘর’। স্বর্ণালী মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন গায়ক। প্যাস্টেল শেডের পোশাকে নবদম্পতির দিক থেকে চোখ ফেরানো দায়। অরেঞ্জ রঙা লেহেঙ্গায় সেজেছেন আশনা, মানানসই শেরওয়ানিতে আরমান।
তাঁদের রূপকথার মতো প্রেমের সাক্ষী প্রথম থেকেই থেকেছেন তাঁর শ্রোতারা। এমনকি আশনাকে প্রস্তাব দিতেও একটি দারুন গান বেঁধেছিলেন আরমান। সেই গানের নাম ছিল ‘কসম সে’। ২০২৩ সালের অগাস্ট মাসে দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে আংটি পরিয়ে বাগদান সেরেছিলেন গায়ক।
ফ্যাশন ইন্সফ্লুয়েন্সার আশনার সঙ্গে ২০১৯ সাল থেকেই সম্পর্কে রয়েছেন আরমান। প্রেমিকাকে হাঁটু মুড়ে বসে আংটি পরানোর মুহূর্তটি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।
উল্লেখ্য, আরমান মালিক বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক, যিনি হিন্দি, তেলুগু, ইংরেজি, বাংলা, কন্নড়, মারাঠি, তামিল, গুজরাটি, পাঞ্জাবি, উর্দু এবং মালয়লম ভাষায় গান গেয়েছেন। তিনি সঙ্গীত পরিচালক আমাল মালিকের ছোট ভাই। নতুন জীবনের জন্য আরমান এবং আশনাকে অনেক শুভেচ্ছা।