বাংলা বিনোদন জগতে তিনি নিজে অতি উজ্জ্বল এক তারা। কিন্তু এবার মহাকাশেও নিজের নাম লিখে যেতে অভিনব উদ্যোগ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। তাঁর নামে নামকরণ হল এক তারার।
সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি দিয়ে সে কথা জানিয়েছেন শ্রাবন্তী। গত ১৩ অগাস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন, বিশেষ দিনটি উদযাপন করতেই এই উদ্যোগ।
Feluda-Sandip Ray: 'হত্যাপুরী'র পর 'নয়ন রহস্য', দেব নয় ইন্দ্রনীলকে নিয়েই শুটিং শুরু সন্দীপ রায়ের
বাংলা বিনোদন জগতের হু'জ হুদের মধ্যে এমন উদ্যোগ শ্রাবন্তীরই প্রথম। একেবারে শৈশব থেকেই বিনোদন দুনিয়ায় যাতায়াত শ্রাবন্তীর, প্রথমে শিশু শিল্পী হিসেবে, সেখান থেকে সমান তালে বাণিজ্যিক এবং সমান্তরাল ছবিতে চুটিয়ে অভিনয় করছেন। কাছের মানুষেরা তাঁকে ডাকেন গিন্টু বলে।