রুপোলি জগতের তারকা থেকে তিনি এখন আক্ষরিক অর্থেই দূর মহাকাশের নক্ষত্র। বাংলা চলচ্চিত্র জগতের প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের নামে মহাকাশের একটি নক্ষত্রের নামকরণ হয়েছে।
চলতি বছরেই মৃত্যু হয় অভিষেক চট্টোপাধ্যায়ের(Abhishek Chatterjee)। এবার তার নামে মহাকাশে একটি নক্ষত্রের নামকরণ হল। ইতিপূর্ব প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) নামেও একটি নক্ষত্রের নামকরণ হয়েছিল। তবে বাংলা সিনেমার জগতে অভিষেকই প্রথম যাঁর নামে মহাকাশে কোনও নক্ষত্রের নামকরণ হল।
Banana for Diabetes Patients : ডায়াবিটিস রোগীরাও কলা খেতে পারেন, নজরে রাখতে হবে কয়েকটি বিষয়
চলতি বছর অভিষেক চট্টোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু তাঁর পরিবারের সদস্যরা, সহকর্মীরা ও অনুরাগীরা মেনে নিতে পারেননি। তাঁর স্বামী তাঁকে ও তাঁদের মেয়েকে ছেড়ে কোথাও যাননি, একথা বিশ্বাস করেন সংযুক্তা চট্টোপাধ্যায়। তাই প্রয়াত স্বামীর ছবি সঙ্গে করেই সর্বত্র যান সংযুক্তা। এবার অভিষেকের নামে নক্ষত্রের নামকরণ হওয়ার খবরে খুশি তিনি। উল্লেখ্য, অভিষেকের নামে নক্ষত্রের নামকরণের বিষয়টি সম্ভব হয়েছে এক মার্কিন সংস্থার উদ্যোগে। এব্যাপারে সংযুক্তাকে সাহায্য করেছেন অভিষেকের শেষ ছবি 'পঞ্চভূজ'-র প্রযোজক।
চলতি বছরের ২৪ মার্চ মৃত্যু হয় অভিনেতার। তার একমাসের মধ্যেই ১৭ এপ্রিল নক্ষত্রটির নামকরণ করা হয়েছিল। তবে সেই সার্টিফিকেট ১২ জুন হাতে পেল অভিষেকের পরিবার। এদিন নজরুল তীর্থে একটি বিশেষ অনুষ্ঠানে সেই সার্টিফিকেট অভিষেকের পরিবারের হাতে তুলে দেবেন পঞ্চভূজের প্রযোজক। সার্টিফিকেটে লেখা রয়েছে, সংযুক্তা ও সাইনার জন্য আকাশে অভিষেক চট্টোপাধ্যায় নক্ষত্রটি উজ্জ্বল হয়ে থাকবে।