রাজনীতিকের সঙ্গে বিনোদন জগতের তারকাদের সম্পর্কের অসংখ্য উদাহরণ রয়েছে। এবার আম আদমি পার্টির নেতা (Aam Aadmi Party leader ) রাঘব চাড্ডার ( Raghav Chadha) সঙ্গে অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে টিনসেল টাউনে। পরপর দুইদিন মুম্বইয়ের বিলাসবহুল রেস্তোরাঁর বাইরে তাঁরা একসঙ্গে ক্যামেরাবন্দী হতেই ফের শুরু হয় চর্চা। তবে শুক্রবার, রাঘবকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তাঁর সাফ উত্তর 'আমাকে রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতি নয়'।
বিয়ের প্রসঙ্গে রাঘবের ছোট্ট উত্তর, 'বিয়ে হলে জানাব'। এদিকে সম্প্রতি সমাজবাদী পার্টির যুবনেতাকে বিয়ে করে শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী স্বরা। এবার পরিণীতিও কি সেই রাস্তাতেই হাঁটছেন এই প্রশ্নই এখন উঠছে। জানা গিয়েছে, পরিণীতি রাঘব দুজনেই লন্ডনে স্কুল অফ ইকোনমিক্সে একসঙ্গে পড়াশোনা করেছেন, তাঁদের পরিচিতি অনেকদিনের।