আমির খানের 'লাল সিং চাড্ডা'র (Laal Singh Chaddha) নতুন গান মুক্তি পেল বৃহস্পতিবার। 'ম্যায়ঁ কি করাঁ' শীর্ষক গানটি গেয়েছেন সোনু নিগম (Sonu Nigam)। গানটির গীতিকার অমিতাভ ভট্টাচার্য এবং সুরকার প্রীতম। গানটা শুরু হচ্ছে আমির খানের (Aamir Khan)ভয়েজওভার দিয়ে। যে ঈষৎ গুরমুখি ভাষ্যে জানাচ্ছে তার প্রথম প্রেমের অনুভূতির কথা।
আমির খান প্রোডাকশনস'-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে গানটি প্রথম শেয়ার করে ক্যাপশনে লেখা হয় 'আমাদের ছবি লাল সিং চাড্ডার (Laal Singh Chaddha) জন্য 'ম্যায়ঁ কি করাঁ'র (Main Ki Karaan) মতো একটা গান তৈরি করে দিলে বলে তোমাদের ধন্যবাদ সোনু, প্রীতম, অমিতাভ'। যদিও, এই ছবির আগের গান 'কহানি'র মতোই এখানেও ছবির নির্মাতারা কেবলমাত্র অডিয়োট্র্যাকটিই রিলিজ করেছেন।
আরও পড়ুন: টলিউডে জটায়ুর আকাল, সৃজিতের পছন্দ অনির্বাণ হলে সন্দীপ রায়ের লালমোহন বাবু কে?
আমির খান (Aamir Khan) ছাড়াও 'লাল সিং চাড্ডা' ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন করিনা কাপুর খান, নাগা চৈতন্য এবং মোনা কাপুর। এই ছবিটি হলিউডের বিখ্যাত ছবি 'ফরেস্ট গাম্প'-এর রিমেক। অদ্বৈত চন্দনের পরিচালনায় 'লাল সিং চাড্ডা' মুক্তি পাবে আগামী ১১ অগস্ট।