আমির খান (Aamir Khan) ও করিনা কাপুর (Kareena Kapoor Khan) অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'র (Laal singh chaddha) মুক্তির দিন এগিয়ে আসছে। বিশ্বজুড়ে ছবিটি রিলিজ করবে আগামী ১১ অগস্ট। এর আগে বিভিন্ন কারণে ছবিটির মুক্তির তারিখ পিছিয়েছে একাধিকবার। অদ্বৈত চন্দন পরিচালিত ছবিটির (Laal singh chaddha) গল্প বিখ্যাত হলিউড ছবি 'ফরেস্ট গাম্প' দ্বারা অনুপ্রাণিত।
এই ছবির মাধ্যমেই প্রায় ৪ বছর বাদে বড় পর্দায় ফিরছেন আমির খান (Aamir Khan)। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'থাগস অব হিন্দোস্তান' রিলিজ করেছিল ২০১৮ সালে। যশরাজ ফিল্মস প্রযোজিত সেই ছবিতে আমির খানের সঙ্গেই অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ।
আরও পড়ুন: প্রযুক্তি নেই, দেখানো গেল না পাক প্রধানমন্ত্রীর লাহোর সফর, বরখাস্ত পিটিভির ১৭ কর্মী
ইতিমধ্যেই 'লাল সিং চাড্ডা'র (Laal singh chaddha) প্রথম গান 'কহানি' মুক্তি পেয়েছে। অমিতাভ ভট্টাচার্যের লেখা ও প্রীতমের সুর দেওয়া গানটি গেয়েছেন মোহন কান্নন। হৃদয় স্পর্শকারী সেই গানের সুর শুনে আবেগে ভেসেছেন সুপারস্টারের অগণিত অনুরাগী।
এর মধ্যেই ছবির নির্মাতারা একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে এলেন বাজারে। যার নাম- 'লাল সিং চাড্ডা' ফেদার চ্যালেঞ্জ (Laal singh chaddha feather challenge)। ছবির মুখ্য অভিনেতা আমির খান ও করিনা কাপুর ইতিমধ্যেই সেই চ্যালেঞ্জে অংশ নিয়েছেন। যার ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এবার সেই চ্যালেঞ্জে অংশ নিলেন নীতু কাপুর ও রণবীর কাপুরও!
প্রসঙ্গত, 'লাল চিং চাড্ডা'য় মুখ্য ভূমিকায় অভিনয় করে আমির খান ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে খবর।