এখনও কুমার শানু 'শাঁসো কি জরুরত হ্যায়' গেয়ে উঠলেই চোখে ভেসে ওঠে তাঁর মুখ। তিনি বলিউডের 'আশিকি বয়' রাহুল রায়। 'আশিকি' সিনেমায় তাঁর অভিনয় সকলের মন জয় করেছিল। এবার তিনি কাজ করবেন বাংলা ছবিতে৷ পরিচালক বাবাই সেনের থ্রিলার ছবি 'মিহিরা'তে অভিনয় করবেন রাহুল।
ছবির শুটিং হবে উত্তরবঙ্গে৷ রাহুল ছাড়াও অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় বিশ্বাস, সজল বর্মন, কৃতি চক্রবর্তী, প্রদীপ বর্মন, সজল বর্মনের মতো অভিনেতারা।
বেশ কয়েকটি গান থাকবে 'মিহিরা' ছবিতে৷ তার মধ্যে একটি আইটেম সং। পরিচালক জানিয়েছেন এই মাসেই শুরু হবে শুটিং। রাহুলকে দেখা যাবে একদম ভিন্ন ধরনের একটি চরিত্রে।