তাঁর প্রয়াণের পরে বছর পেরিয়ে গিয়েছে। তবুও, বাঙালির মননের সঙ্গে তাঁর অস্তিত্বের অনিবার্য সখ্য তাঁর মৃত্যুর থেকেও যেন আকারে অনেকটাই বড়। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। এই দুটি শব্দেই বিধুর বসন্তদিনে যে রোদ ওঠে এখনও, তা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) আগামী ছবি 'অভিযান' (Abhijaan) এর নতুন ট্রেলারের (New trailer) রন্ধ্রে রন্ধ্রে টের পাওয়া যায়।
এই কিংবদন্তি শিল্পীর নিজস্ব সফরটির সঙ্গেই, আমরা কী ভাবে তাঁকে দেখি এই ছবি যেন তারও উত্তর সন্ধান।
আরও পড়ুন: পাকিস্তানের শিয়ালকোটের সেনাঘাঁটিতে একাধিক বিস্ফোরণ, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
২০২১ সালের ২৫ মার্চ প্রকাশ্যে এসেছিল ‘অভিযান’ ছবির প্রথম ট্রেলার (Abhijaan trailer)। ট্রেলারেই কিংবদন্তি শিল্পীর (Soumitra Chatterjee) নানা স্মৃতি উসকে দিয়েছিলেন পরিচালক পরমব্রত। নতুন ট্রেলারে দেখা গেল স্মৃতিচারণা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটানো নানা মুহূর্ত জানালেন পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, কৌশিক সেন, মমতা শংকর, সিদ্ধার্থ চট্টোপাধ্যায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়।
ছবিটিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন উত্তমকুমারের ভূমিকায়। ছবিটি মুক্তি পাবে নববর্ষে।