এই শীতে শহরে বড়পর্দায় আসছে ফেলুদা (Feluda)। তার আগে যদিও ওটিটি-তে প্রদোষ মিত্র দেখা দেবেন, তবু, শহরে শীত নামলে মনটা কেমন ফেলুদা ফেলুদা করে না? সন্দীপ রায়ের 'হত্যাপুরী' (Hotyapuri) তে ফেলুদার চরিত্রে কে থাকছেন, সেই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও শোনা গিয়েছে ইন্দ্রনীল সেনগুপ্তের (Indranil Sengupta) নাম। কিন্তু জটায়ু (Jatayu) কে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বেশ ক'দিন ধরেই। শোনা যাচ্ছে এ বার 'লালমোহন বাবু'র জুতোয়া পা গলাতে পারেন টলিউডের অভিনেতা পরিচালক অভিজিৎ গুহ (Abhijit Guha)।
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) পরিচালনায় জটায়ুর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti) ইতিমধ্যে হিট। তাহলে সন্দীপ রায়ের জটায়ুও কি তিনিই? কিন্তু, না সকলকে অবাক করেই, নতুন জটায়ু হিসাবে পরিচালক-অভিনেতা অভিজিৎ গুহ-র নাম উঠে আসছে।
ঋষভ ভাইয়ের অভাব পূরণ করেছেন, দুবাইয়ের সৈকতে অভিনেতার সঙ্গে ছবি দেওয়ার পরই জানালেন দেবলীনা
চলনে-বলনে তিনি জটায়ু-র ভূমিকায় বেমানান তো ননই। অভিনেতা হিসাবেও বেশ দক্ষ তিনি। শেষ পর্যন্ত কী হয় তা অবশ্য এখনও অজানাই।