বাবার বড্ড আদরের ছিল বছর বারোর ডল। আজ থেকে ডলের নতুন ক্লাস। ক্লাস সেভেনে ওঠার প্রথম দিনটায় বাবা নেই, শুধু দেওয়াল জোড়া ছবি আছে, তাতে মালা দেওয়া। তার সামনে দাঁড়িয়ে বাবাকে জড়িয়ে সায়না ওরফে ডল, সদ্য প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee's daughter) মেয়ে ডল।
বৃহস্পতিবার সকালে অভিনেতার ফেসবুক প্রোফাইল থেকে এমনই এক চোখ ভেজানো ছবি পোস্ট করা হয়েছে। তাতে লেখা, "বাবা, ক্লাস সেভেনের প্রথম দিনে তোমায় আর তোমার আশীর্বাদ খুব দরকার। আমি জানি, তুমি আমার সঙ্গে সবসময় আছো। - ইতি তোমার ডল'।
মিমি ছাড়া বাকি সকলেই দেখে ফেলেছেন তাঁর পরের ছবির ট্রেলার, ব্যাপার খানা কী?
সপ্তাহ দুয়েক আগে আচমকাই হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে চলে গিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। দিন তিনেক আগে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এরই মধ্যে তাঁকে নিয়ে নানা খবর ছড়িয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় । সম্প্রতি খবর ছড়ায়, অভিষেকের পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। তাঁর অবর্তমানে তাঁর প্রাক্তন সহকর্মীরা অভিনেতার পরিবারকে আর্থিক সাহায্য করছেন । কিন্তু, এই খবর ভুয়ো । এমনই জানিয়েছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় (Sanyukta Chatterjee) ।
সংযুক্তা জানান, অভিষেক চলে যাওয়ার পর তাঁদের আর্থিক সাহায্য করার বিষয়ে কয়েকটি সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে তা মিথ্যে । সংযুক্তা স্পষ্ট জানিয়েছেন, কেউ তাঁদের আর্থিক সাহায্য করেননি । তাঁদের কারও আর্থিক সাহায্যের প্রয়োজন নেই । কোনও প্রাক্তন সহ-কর্মী সাহায্যের প্রস্তাব নিয়েও আসেননি । সবটাই ভুল । এই ধরনের খবরে অভিষেকের আত্মা কষ্ট পাবে বলেও তাঁর পোস্টে উল্লেখ করেন ।
সংযুক্তার অনুরোধ, প্রত্যেকে যেন অভিষেকের আদর্শকে, তাঁর নীতিকে শ্রদ্ধা জানায় এবং তাঁকে একজন ভাল মানুষ হিসাবে মনে রাখে । এই দুঃসময়ে সবাই তাঁদের পাশে ছিলেন । আর তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন সংযুক্তা ।