রাতের আকাশ আলো করে যে সব তারা থাকে, তাদের নাকি অনেকেই আর নেই, আলো ফুরিয়ে গেছে কত বছর আগে। এ যেন কতটা সেরকমই। আসছে অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) ছবি। একেবারে মুখ্য ভূমিকাতেই তিনি। অথচ ছবি মুক্তির আগেই ছবির নায়ক পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। খুব শিগগির মুক্তি পাবে ছবি 'পঞ্চভুজ' (Panchabhuj)।
অভিষেকের প্রয়াণের পর মুক্তি পাবে তাঁর শেষ ছবি ‘পঞ্চভুজ’। আর এই ছবিতে তিনিই নায়ক! তাঁর চরিত্রে নাম ‘রাঘব’।
ক'দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অভিষেক চট্টোপাধ্যায়ের শেষ ছবি ‘পঞ্চভুজে’র ট্রেলার, পোস্টার ও গান। ছবির পরিচালক রাণা বন্দ্যোপাধ্যায়। রাণাই লিখেছেন ছবির গল্প ও চিত্রনাট্য। ছবির প্রযোজনায় সৌমেন চট্টোপাধ্যায়। এই ছবিতে অভিষেকের পাশাপাশি অভিনয় করেছেন সোমা বন্দ্যোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়।
নতুন ক্লাসে প্রথম দিন, বাবার ছবির সামনে দাঁড়িয়ে বিষণ্ণ ডল
ছবির গল্প তৈরি হয়েছে ‘পঞ্চভুজ’ নামের এক আশ্রম ও তাঁর বাসিন্দাদের ঘিরে।সেখানেই এক স্বপ্নের ফেরিওয়ালা অভিষেক চট্টোপাধ্যায় ওরফে ছবির রাঘব। স্বপ্নের রাস্তায় বাধাও অনেক। সেই স্বপ্ন দেখানো, আর পথে বিছনো বাধা সরানোর লড়াই নিয়েই ছবির গল্প।
সপ্তাহ দুয়েক আগে আচমকাই হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে চলে গিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। দিন তিনেক আগে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এরই মধ্যে তাঁকে নিয়ে নানা খবর ছড়িয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় । সম্প্রতি খবর ছড়ায়, অভিষেকের পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। তাঁর অবর্তমানে তাঁর প্রাক্তন সহকর্মীরা অভিনেতার পরিবারকে আর্থিক সাহায্য করছেন । কিন্তু, এই খবর ভুয়ো । এমনই জানিয়েছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় (Sanyukta Chatterjee) ।
সংযুক্তা জানান, অভিষেক চলে যাওয়ার পর তাঁদের আর্থিক সাহায্য করার বিষয়ে কয়েকটি সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে তা মিথ্যে । সংযুক্তা স্পষ্ট জানিয়েছেন, কেউ তাঁদের আর্থিক সাহায্য করেননি । তাঁদের কারও আর্থিক সাহায্যের প্রয়োজন নেই । কোনও প্রাক্তন সহ-কর্মী সাহায্যের প্রস্তাব নিয়েও আসেননি । সবটাই ভুল । এই ধরনের খবরে অভিষেকের আত্মা কষ্ট পাবে বলেও তাঁর পোস্টে উল্লেখ করেন ।
সংযুক্তার অনুরোধ, প্রত্যেকে যেন অভিষেকের আদর্শকে, তাঁর নীতিকে শ্রদ্ধা জানায় এবং তাঁকে একজন ভাল মানুষ হিসাবে মনে রাখে । এই দুঃসময়ে সবাই তাঁদের পাশে ছিলেন । আর তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন সংযুক্তা ।