রক্তবীজ'-এর পর 'বহুরূপী'। শিবু-নন্দিতার পঁচিশের পুজোর ছবির শুটিং শুরু হচ্ছে। আবীর-মিমির জুটির পর পর্দায় আবির-ঋতাভরীর ম্যাজিক ফুটিয়ে তুলবে উইনডোজ।
আবির-ঋতাভরী ছাড়াও ছবির নানা চরিত্রে কৌশানি মুখোপাধ্যায় এবং শিবু স্বয়ং। এবারও সত্যি ঘটনা অবলম্বনে ছবি। ১৯৯৩ থেকে ২০০৫-এর মাঝে ঘটে যাওয়া নানা অপরাধমূলক ঘটনা এই ছবির প্রেক্ষাপট।
৪০ দিন ধরে ছবির শুট হবে। উইনডোজের প্রযোজনায় সবচেয়ে বড় বাজেটের ছবি হয়তে চলেছে বহুরূপী। ১২ মার্চ থেকে শুটিং শুরু।