Abir Chatterjee : ফ্র্যাঞ্চাইজি ছাড়া কাজ করেন না আবীর, অভিযোগের প্রেক্ষিতে কী বললেন অভিনেতা ?

Updated : Sep 24, 2022 13:25
|
Editorji News Desk

ফের কোনও গুপ্তধনের সন্ধান দিতে সোনাদা ফিরছেন । পুজোর সময় মুক্তি পাচ্ছে আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ (Karnasubarner Guptodhon) । এটা ফ্র্যাঞ্জাইজি সিনেমা । ফেলুদা, ব্যোমকেশের পর সোনাদার ফ্র্যাঞ্জাইজিতেও অভিনয় করছেন আবীর । সিরিজের দু'টো পার্ট সফলের পর সোনাদার তৃতীয় অভিযান নিয়ে তৈরি পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় । তবে, এই ফ্র্যাঞ্জাইজি সিনেমা করা নিয়ে আগে বহুবার বিতর্কে জড়িয়েছেন আবীর । সেইবিষয়ে এক সংবাদমাধ্যমকে নিজের মতামত জানালেন অভিনেতা ।

সম্প্রতি, এক সংবাদমাধ্যমকে আবীর জানিয়েছেন, "একটা সময় অনেকের আমার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, আমি ফ্র্যাঞ্চাইজি ছাড়া কাজ করি না । তারপর অবশ্য দেখলাম, তাঁরা নিজেরাই উঠে পড়ে ফ্র্যাঞ্চাইজির সব ছবি করছেন ।" তাঁর কথায় ফ্র্যাঞ্চাইজির একটা মজা রয়েছে। দর্শক আশা করেন প্রথমের চেয়ে দ্বিতীয়টা বেশি ভাল হবে, দ্বিতীয়ের চেয়ে তৃতীয়টা । সেটা একটা মজার চ্যালেঞ্জ । যে চ্যালেঞ্জ নিতে ভালবাসেন আবীর । 

আরও পড়ুন, Ujaan Ganguly: লক্ষ্মী ছেলের লক্ষ্মী লাভ! ছবির সাফল্যের রেশ না কাটতেই নতুন ছবির অফার উজানের কাছে
 

ফ্র্যাঞ্চাইজি সফল হলে বাড়তি চাপ হয়ে যায় কি না, এই বিষয়ে আবীরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "সোনাদা সিরিজটা আট থেকে আশি সকলের জন্য । দ্বিতীয় ছবি যখন প্রথমটার তিন বছর পর মুক্তি পেল, তখনও হলে দর্শক সপরিবারে গিয়েছেন । তাই তৃতীয় ছবি নিয়ে একটা প্রত্যাশা নিশ্চয়ই সকলের আছে । সেটার তো একটা বাড়তি চাপ থাকেই । তবে সোনাদার একটা মজা আছে। সাহিত্যে সোনাদার কোনও ভিত নেই । সেটা কিন্তু বাংলায় খুব কম ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেই হয়েছে । বাংলা সাহিত্যে এত ভাল ভাল উপাদান আছে যে পরিচালকরা সাধারণত সেগুলো নিয়েই কাজ করেন । এ ক্ষেত্রে সেটা হয়নি ।"     

‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এ আবীর ছাড়াও অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা । ই ছবিতে থাকবে কর্ণসুবর্ণের এক গৌরবময় অধ্যায়। ইতিহাস, অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চের নিখুঁত মিশেলে তৈরি হবে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’।  

Abir chatterjeeMoviefranchise films

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?