আলতো শীতের আমেজ গায়ে মেখে মাঝগঙ্গায় ক্রুজে রিলিজ হল আবির চট্টোপাধ্যায়ের নতুন ছবির গান! দেবালয় চট্টোপাধ্যায়ের পরিচালনায় আবির এ বার গোয়েন্দা দীপক চ্যাটার্জির ভূমিকায়। হইচই স্টুডিয়োর প্রথম ছবি 'শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে'।
এক সময় বাংলার কিশোরমনে ঝড় তুলেছিলেন স্বপনকুমার। তাঁর সৃষ্ট গোয়েন্দা দীপক চ্যাটার্জির গল্পে বুঁদ হয়ে ছিল একাধিক প্রজন্ম। এ বার সেই চরিত্রে অভিনয় করবেন আবির। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত চট্টোপাধ্যায়৷
'মিসাইল উৎসব' ইতিমধ্যে সাড়া ফেলেছে নতুন প্রজন্মের মধ্যে। এ গানে আবির যেন গোয়েন্দা হয়েও একটু বেশি রকমের রোমান্টিক হিরো।
পরিচালক জানাচ্ছেন, ব্যোমকেশ বা ফেলুদার থেকে অনেকটাই আলাদা গোয়েন্দা দীপক চ্যাটার্জি। আর আবীর বলছেন, এই চরিত্রের সঙ্গে তাঁর একটিমাত্র মিল। তিনিও চট্টোপাধ্যায়, গোয়েন্দাপ্রবরও চট্টোপাধ্যায়। এছাড়া তাঁদের মধ্যে আর কোনও মিল নেই।