বলিউডের ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় কাজলের (Happy birthday Kajol) নাম থাকবে একদম উপরের দিকে। শুধুমাত্র অভিনয় দক্ষতাই নয়, তাঁর কথা বলার স্পষ্ট ভঙ্গি, অত্যন্ত রসিক ব্যক্তিত্ব- সবকিছু মিলিয়েই এই তুমুল জনপ্রিয়তা। শাহরুখ খানের সঙ্গে তাঁর জুটি শুধু বলিউডের (Bollywood) পরিসরেই নয়, গোটা দেশের সিনেমার সর্বকালের সেরা জুটির মধ্যে অন্যতম। ফিল্মফেয়ারে 'সেরা অভিনেত্রী' বিভাগে সবথেকে বেশি পুরস্কার জিতেছেন তিনি। ভারতীয় সিনেমায় (India film) অবদানের জন্য পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। অস্কার কমিটির সদস্য হওয়ার জন্যও আমন্ত্রিত হয়েছেন তিনি।
এক নজরে দেখে নেওয়া যাক তাঁর কয়েকটি অতি জনপ্রিয় সিনেমা-
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে
শাহরুখ-কাজল (SRK-Kajol) জুটির দ্বিতীয় সিনেমা। পরিচালক আদিত্য চোপড়ার প্রথম ছবি। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই ছবিটি সমস্ত ভারতীয় সিনেমাপ্রেমীর কাছে হয়ে উঠেছিল ভালবাসার শেষ স্টেশন। এই ছবিতে শাহরুখের চরিত্র 'রাজ'-এর মতই কাজলের চরিত্র 'সিমরন' জয় করে নিয়েছিল আপামর ভারতবাসীর হৃদয়। ছবির শেষ দৃশ্যে চলন্ত ট্রেনের উদ্দেশে কাজলের দৌড় ভারতীয় সিনেমার সর্বকালের সেরা আইকনিক দৃশ্যগুলির মধ্যে একটা হয়ে গিয়েছে।
আরও পড়ুন: জাঠায় বিকল্প জাতীয় শিক্ষানীতি আনাই লক্ষ্য এসএফআইয়ের
কুছ কুছ হোতা হ্যায়
এই ছবিটিতেও কাজল (Happy birthday Kajol) জুটি বেঁধেছিলেন শাহরুখ খানের সঙ্গে। শাহরুখ-কাজল জুটির চতুর্থ ছবি এটি। দেশের তৎকালীন টিনএজারদের কাছে যেন 'জাতীয় সঙ্গীত' হয়ে উঠেছিল এই ছবির গান। আর, প্রেমের জাতীয় ভাষা হয়ে উঠেছিল ছবিটির বিভিন্ন ডায়লগ। কলেজ জীবনের ওপর ভিত্তি করে তৈরি ছবিটির প্রথমার্ধ্বে কাজলের চরিত্র 'অঞ্জলি' ছিল শাহরুখ অভিনীত 'রাহুল' চরিত্রটির সবথেকে ভাল বন্ধু। ছবির দ্বিতীয়ার্ধ্ব থেকেই যে সম্পর্ক এক চিরকালীন প্রেমের দিকে ঘুরে যায়।
কভি খুশি কভি গম
শাহরুখ-কাজল (SRK-Kajol) জুটির পঞ্চম ছবি। পরিচালক করণ জোহরের (Karan Johar) দ্বিতীয় ছবি। এক মধ্যবিত্ত পাঞ্জাবী পরিবারের ঝলমলে তরুণী হিসাবে এই ছবিতে পর্দায় কাজলের আগমন। ছবি যত এগিয়েছে, তাঁর অসামান্য অভিনয় দক্ষতায় ততই তিনি মন জিতে নিয়েছেন অগণিত দর্শকদের। এই ছবি শুধু প্রেমের গল্পই নয়, তার সঙ্গে পরিবারের বিচ্ছেদের পরে জুড়ে যাওয়ার গল্পও বটে। ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে কাজল অভিনীত চরিত্রটি সেই জুড়ে যাওয়ার অংশটুকুতে অবদান রেখেছিলেন প্রতি পদে। যা জিতে নিয়েছিল দর্শকের হৃদয়।
আরও পড়ুন: কলকাতা পুরএলাকায় ডেঙ্গিতে মৃত্যু স্কুলছাত্রের
ফনা
এর আগে আমির খানের (Aamir Khan-Kajol) সঙ্গে একটি ছবি 'ইশক'-এ অভিনয় করলেও, এই প্রথম এই দুই প্রবাদপ্রতিম বলিউড তারকা সরাসরি জুটির ভূমিকায়। যশরাজ ফিল্মস প্রযোজিত ও কুনাল কোহলি পরিচালিত ২০০৬ সালে মুক্তি পাওয়া এই ছবিটি কাজলের 'কামব্যাক ছবি' হিসেবেও আলোচিত হয়েছিল সেই সময়। এক অপূর্ব প্রেমের গল্প বলে এই ছবিটি। এক জঙ্গির প্রেমের গল্প, যা আসলে পরতে পরতে বুনে দেওয়া মানবতার মূল আধারগুলি দিয়ে।
মাই নেম ইজ খান
শাহরুখ-কাজল (SRK-Kajol) জুটির অন্যান্য ছবির থেকে আঙ্গিকে একেবারেই আলাদা ২০১০ সালে মুক্তি পাওয়া করণ জোহর পরিচালিত এই ছবিটি। এখানে একজন সিঙ্গল মাদারের চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। শাহরুখ খান ছিলেন অটিস্টিকের চরিত্রে। এই ছবিতে এক অন্য কাজলকে পেয়েছিল তাঁর দর্শকরা।
দুশমন
এই ছবিতে কাজলের (Happy birthday Kajol) ডবল রোল ছিল। অসামান্য এই ক্রাইম থ্রিলারে কাজল অভিনীত দুই চরিত্র সনিয়া ও নয়না জিতে নিয়েছিল দর্শকের মন। সনিয়াকে ধর্ষণ করে খুন করা হয়। তারপর বোনের হত্যার প্রতিশোধ কীভাবে নিল আরও এক বোন, তা নিয়েই এই ছবির গল্প। কাজলের বিপরীতে এই ছবিতে ছিলেন সঞ্জয় দত্ত।