চাপ দাড়ি সঙ্গে সাধারণ পাঞ্জাবি। কখনও সুন্দর প্যান্ট শার্ট। এভাবেই অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee) দেখতে অভ্যস্ত দর্শকরা। কিন্তু শনিবার সকালে আচমকাই ভোল বদল। তাঁর ইনস্টাগ্রামে (Instagram reels) চোখ রাখতেই দেখা গেল কখনও তিনি স্কোয়াড করছেন, কখনও পুশ আপ, আবার কখনও বা কার্ডিও (Work Out)। এক কথায় জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন আবির। সচরাচর এভাবে দেখা যায় না তাঁকে। ফলত স্বাভাবিকভাবেই বেশ আগ্রহী হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা।
যদিও কারণটা নিজেই জানিয়েছেন আবির। ভিডিয়োটি পোস্ট করে আবির লেখেন, 'যখন তোমার টিম আরো বেশি করে রিল দেওয়ার জন্য জোর করে, তখন শুধুমাত্র জিমে গিয়ে এই ভিডিয়ো দেওয়াই বাকি থাকে।
আরও পড়ুন- 'টিনটিন বুড়ির গায়ে হলুদ', দিদির বিয়েতে আবেগপ্রবণ ঋতাভরী
আসলে সব সময়েই সামাজিক মাধ্যমে অনুরাগের সংখ্যা অনুপাতে নির্ধারিত হয় অভিনেতাদের বাজার দর। সেই দৌড়ে রয়েছেন তিনিও। তাঁর ক্যাপশন দেখে বোঝাই যাচ্ছে, তাঁর টিম বুঝিয়ে দিয়েছে এই দৌড়ে শামিল হতে না পারলে তাঁকে পিছিয়ে পড়তে হবে। আর সেই কারণেই মাঠে নেমে পড়েছেন অভিনেতা। যদিও তাঁর এই লুক দেখে অনুরাগীরারা যে বেশ খুশি সেটা কমেন্ট সেকশনে চোখ রাখলেই বোঝা যায়।