নাহ, এটা তাঁর বড়পর্দায় ডেব্যু নয়। আগে বেশ কয়েকটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। কিন্তু জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়েছে ছোটপর্দায় 'উচ্ছেবাবু' হিসেবে। মিঠাই-এর উচ্ছেবাবু। বলছি অভিনেতা আদ্রিত রায়ের কথা। খুব শিগগির আদৃতকে আবার দেখা যাবে রুপোলি পর্দায়, এসভিএফ এর একেবারে বাণিজ্যিক ধারার ছবিতে দেখা যাবে আদৃতকে।
ছবির নাম 'পাগল প্রেমী', একেবারেই বাণিজ্যিক ধারার প্রেমের ছবি। তবে ছবিতে আদৃতের বিপরীতে কে থাকতে চলেছে, তা এখনও চুড়ান্ত নয়। তবে দর্শকের হাতে থাকলে তাঁরা সৌমীতৃষা মানে পর্দার মিঠাই-কেই চাইবেন সবচেয়ে বেশি। তবে সৌমীতৃষা অবশ্য ব্যস্ত দেব অভিনীত 'প্রধান'-এর শুটিং-এ।
Jawan-Ritabhari Chakraborty: নতুন করে ঝড় তুলল জওয়ানের প্রেমো! নেপথ্যে ঋতাভরী চক্রবর্তী