তারকা সন্তান হয়েও জনপ্রিয়তার শিখর ছুঁতে পারেননি অভিনেতা বিনোদ খন্নার কনিষ্ঠ পুত্র অক্ষয় খান্না (Akshaye Khanna)। কেরিয়ারের শুরুতেই মানসিক অবসাদের শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানান, কেরিয়ারের (Bollywood) শুরুতে একাধিক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। তা সত্ত্বেও তাঁকে গ্রাস করেছিল মানসিক অবসাদ।
অভিনেতার কথায়, কেরিয়ারের প্রথমার্ধে একাধিক ছবিতে কাজের সুযোগ আসতে শুরু করে। কাজের চাপে বাড়তে থাকে তাঁর মানসিক চাপ। যার প্রভাব পড়তে শুরু করে শরীরে। ধীরে ধীরে চুল পড়তে শুরু করে। সেই কারণেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন অক্ষয় খান্না। রুপোলি পর্দার অভিনেতাদের মাথায় চুলের ঘনত্ব ঠিক না থাকলে অনেক সময়েই কাজ পাওয়া মুশকিল হয়ে যায়। আর চুল পড়ে যাওয়ার কারণেই বলিউডে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি বলে জানিয়েছেন অক্ষয় খান্না।
আরও পড়ুন- 'বুর্জ খলিফা'-এ 'পাঠান' ট্রেলার, নাচে ও সংলাপে মঞ্চ মাতালেন শাহরুখ
১৯৯৭ সালে অভিনয়জীবনে পা রাখেন অক্ষয়। পঙ্কজ পরাশর পরিচালিত 'হিমালয় পুত্র' ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। এরপর অনেক ছবিতে অভিনয় করলেও মাঝে মধ্যেই ইন্ডাস্ট্রি থেকে কয়েক বছরের জন্য বিরতি নিতেন অক্ষয়। কেন বিরতি নিতেন সেই প্রশ্ন করলে তিনি জানান, বিরতি নয়, সত্যিটা হল, আসলে তিনি কোনও কাজ পেতেন না তখন।