ইন্ডাস্ট্রিতে অনেকেই বলেন তাঁর অভিনয়ের সঠিক মূল্যায়ন এখনও হয়নি, তবে গান শুনলে মনে হবে, অভিনয় নয়, অম্বরীশের পেশা সেটাই। সম্প্রতি নান্দীকারের নাট্যোৎসবে সোহিনী সেনগুপ্তর সঙ্গে নাটকের গান নিয়েই একটি অনুষ্ঠান করেছেন অম্বরীশ। তারই কিছু ঝলক অভিনেতা আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।
অম্বরীশ ভট্টাচার্যের প্রতিভা বহুমুখী। ছোটপর্দা বড়পর্দা মঞ্চ সামলাচ্ছেন সমান তালে। বিজ্ঞাপনে তো কাজ করেছেন স্বয়ং বিগ বি-র সঙ্গে। এবার গান শুনে মনে হচ্ছে বাংলা প্লেব্যাকেও তো দিব্যি মানায় তাঁর গলা।
সম্প্রতি দেব-মিঠুন অভিনীত 'প্রজাপতি' ছবিতে অম্বরীশের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।