একদিন আগেই প্রকাশ্যে এসেছে দেব-মিঠুন অভিনীত 'প্রজাপতি' ছবির পোস্টার। অভিনেতার ভক্তকুল বরাবর মুখিয়ে থাকে তাঁদের হিরোর পরবর্তী ছবি নিয়ে। কিন্তু 'প্রজাপতি'র ক্ষেত্রে কিন্তু ছন্দপতন ঘটল বেশ খানিকটা। পোস্টার রিলিজের সঙ্গে সঙ্গেই একগুচ্ছ প্রশংসা এল, কিন্তু তার সঙ্গে এল বেশ কিছু সমালোচনা। পোস্টার নিয়ে নয়, বরং সে সবই ছবির কন্টেন্ট নিয়ে।
সেসব পোস্টের অধিকংশের বক্তব্য একটাই, 'আবার ফ্যামিলি ড্রামা?', দেবভক্তদের রীতিমতো অনুযোগ, কেন পরপর টিভি সিরিয়াল বানাচ্ছেন অভিনেতা?- অনেকের আবার আর্জি, সেই পুরনো দেবকে, মানে অ্যাকশন হিরোকে ফিরে পেতে ইচ্ছে করছে। কারোর বক্তব্য, অভিনেতা একই ফর্মুলায় ফেলে কম বাজেটে হিট ছবি বানাতে চাইছেন।
বড়দিনের ছুটিতে বড়পর্দায় ডানা মেলবে দেব-মিঠুনের 'প্রজাপতি' ।
ছবির কাহিনী বাবা-ছেলেকে নিয়ে । ছবির পোস্টার দেখেই তা বোঝা যাচ্ছে । পোস্টারে শুধু মিঠুন ও দেব । বাবাকে জড়িয়ে ধরে আছে ছেলে । দুই প্রজন্মের ভাবনা, আবেগ ও অনুভূতির মিশেলে এগোবে 'প্রজাপতি'-র গল্প । বাবার ভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী ও ছেলের ভূমিকায় দেব ।