'বাঘাযতীন' ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত অভিনেতা-সাংসদ দেব। জানা গিয়েছে, ওড়িশার বারিপোদায় শুটিংয়ের সময় দেবের বাঁ চোখে আঘাত লেগেছে। অভিনেতার চোখে ব্যান্ডেজ করা ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যা দেখে বেশ দুশ্চিন্তায় পড়েছেন অনুরাগীরা।
বুধবার সকলকে দোলের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অভিনেতা। যে ছবিতে গোটা টিমের সঙ্গে আবীর মেখে দাঁড়িয়ে রয়েছেন দেব। যা দেখে বোঝাই যাচ্ছে দোলের দিন বেশ হইহুল্লোড় করেই কেটেছে অভিনেতার।
আরও পড়ুন - আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসিকে নিয়ে শর্টফিল্ম, পরিচালনায় অনিলাভ চট্টোপাধ্যায়
এই ছবিতে অভিনেতার মুখে এক গাল হাসি থাকলেও দেখা গিয়েছে তাঁর বাঁ দিকের চোখে সাদা তুলো দিয়ে ব্যান্ডেজ জড়ানো। যা দেখেই দুশ্চিন্তায় অনুরাগীরা। তবে, দেবের হাসিমুখ বলে দিচ্ছে আপাতত বেশ খানিকটা সুস্থ আছেন তিনি।