বাঘা যতীনের (Bagha Jatin) ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব (Dev)। স্বাধীনতা দিবসের সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবির টিজার।
রবিবার রাতে দেব ২০ পয়সার পোস্ট অফিস স্ট্যাম্প। সেই স্ট্যাম্পে রয়েছে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ছবি। পরে সোমবার সকালে পোস্ট করলেন ছবির টিজার।
Independence day in bollywood: মন্নত-এ তেরঙ্গা! শাহরুখ ছাড়াও উদযাপনে শামিল সলমন-আমির-অমিতাভরা
‘গোলন্দাজ’-এর পর দেব ফের একজন ঐতিহাসিক ব্যক্তির চরিত্রে অভিনয় করতে চলেছেন, সেই খবর ছড়িয়েছিল আগেই, এবার তাতেই সিলমোহর দিলেন দেব। ছবি পরিচালনা করবেন অরুণ রায়, যিনি ইতিমধ্যেই ‘এগারো’, ‘হীরালাল’, ‘৮/১২ বিনয় বাদল দীনেশ’-এর মতো ঐতিহাসিক গল্প নির্ভর ছবি বানিয়েছেন।