যমজ সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী পঙ্খুরি অবস্থি (Pankhuri Awasthy)। মঙ্গলবার সকালে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে সন্তানদের জন্ম দেন পঙ্খুরি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর ভাগ করে নিয়েছেন স্বামী অভিনেতা গৌতম রোড (Goutam Rode)।
বুধবার গৌতম নিজের ইনস্টাগ্রামে লেখেন, 'আমাদের বাড়িতে দুই নতুন অতিথি এসেছে। ২৫ জুলাই একটি ছেলে এবং একটি মেয়ের জন্ম দিয়েছে পঙ্খুরি। ধন্যবাদ আমাদের সকলকে এত ভালবাসা, আশীর্বাদ দেওয়ার জন্য।' যে পোস্টে শুভেচ্ছার ঢল বইয়েছেন ভক্তরা।
আরও পড়ুন - 'নমস্কার কলকাতা', পাখি পড়ার মতো করে প্র্যাকটিস করে আলিয়া শেষমেশ কী ভাবে বললেন বাংলা?