গত ১৬ অক্টোবর দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলেন টলিউডের সুপারস্টার জিৎ৷ পুজোর ঠিক আগে সুখবর পেয়ে আনন্দে আপ্লুত হয়েছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু এতদিন ছেলের ছবি প্রকাশ করেননি অভিনেতা। সদ্যেজাতর কী নাম রেখেছেন তাও জানাননি কাউকে।
অবশেষে মকর সংক্রান্তির পবিত্র দিনে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন জিৎ৷ জানালেন, সন্তানের নাম রেখেছেন 'রণাভ'।
সোমবার সোস্যাল মিডিয়ায় একরত্তি ছেলের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন জিৎ৷ তাঁর পোশাক দেখে বোঝা যাচ্ছে রণাভর জন্মের পরে হাসপাতালেই ছবিটি তোলা হয়েছে। সোস্যাল মিডিয়ায় জিৎ লিখেছেন, 'আজ এই পুণ্য দিনে রণাভের সঙ্গে আলাপ করুন। ও পৃথিবীকে হ্যালো বলছে।'
Ram Lalla: ১৮ তারিখ মন্দিরের গর্ভগৃহে 'রাম লালা'র প্রতিষ্ঠা, অনুষ্ঠান সূচি প্রকাশ করল ট্রাস্ট