ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম একই দিনে বাংলা ও হিন্দিতে একসঙ্গে মুক্তি পাবে কোনও বাংলা ছবি।
নীরজ পাণ্ডের গল্প দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে জিৎ-এর। বাংলা টিজার মুক্তি পেয়েছিল আগেই, বৃহস্পতিবার প্রকাশ্যে এল হিন্দি টিজার। জিতের গলায় হিন্দি সংলাপ শুনে রীতিমতো ঝড় উঠেছে নেটপাড়ায়।
ছবিতে গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে জিৎকে।পুরোদস্তুর অ্যাকশন সিনেমায় নায়িকার চরিত্রে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এই প্রথম জিতের সঙ্গে জুটি বাঁধছেন সুস্মিতা।