বিয়ের দু'বছরের মধ্যেই নাকি সম্পর্কে ভাঙ্গন, নীল-তৃণার সম্পর্ক নিয়ে এমনটা শোনা যাচ্ছে টেলিপাড়ায় কান পাতলেই। মিয়া বিবি নিজেরা মুখ খোলেননি, কিন্তু এসবের মাঝেই জল্পনা বাড়াল কৌশিক রায়ের একটি পোস্ট। বর-বউএর বেশে দেখা যাচ্ছে কৌশিক-তৃণাকে। ব্যাপার কী?
অভিনেতা কৌশিক আবার ক্যাপশনে লিখেছেন, 'আবার বিয়ে'। আসলে এ সবই পর্দার গল্প। এককালের দারুণ জনপ্রিয় জুটি গুনগুন ফের একবার ছোটপর্দায় ফিরেছেন বালিঝড়ের হাত ধরে। এবং বালিঝড়ে এবার বিয়ের পর্ব দেখানো হবে খুব শিগগির। পুরনো স্মৃতি মনে পড়তেই নস্টালজিক অভিনেতা। তাই-ই ছবি পোস্ট করা, ক্যাপশনে লিখে ফেলে 'আবার'।
তবে গুনগুন-সৌজন্যের মতো এখানে তারা সুখি দম্পতি না সম্ভবত, গল্পের প্রোমো বলছে ঝোড়ার জীবনের প্রেম আসলে স্রোত, মহার্ঘ্যের সঙ্গে বিয়ে একরকম বাবার জোরেই। ধারাবাহিকের বাকি গল্প অবশ্য অজানা এখনও।