মেয়েদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে ‘শক্তিমান’ (Shaktiman)খ্যাত অভিনেতা (Actor) মুকেশ খান্না (Mukesh Khanna) । সম্প্রতি, নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে নারীচরিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি । তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে নিন্দার ঝড় সর্বত্র । কড়া সমালোচনার মুখে মুকেশ (Mukesh Khanna Controversial Comment) । ঠিক কী বলেছেন অভিনেতা ?
নিজের একটি ইউটিউব চ্যানেল আছে মুকেশের । সম্প্রতি, ওই চ্যানেলেই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা । ওই ভিডিয়োতেই বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেতা। তিনি বলেন, “একটি মেয়ে যদি কোনও পুরুষকে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেন তা হলে সেই মেয়েটির কাছে এগুলো ব্যবসা ছাড়া আর কিছু নয়। তাঁর দাবি, “সভ্য সমাজের মহিলারা এই ধরনের কাজ করতে পারেন না।” তিনিও নিজেও নাকি এমন প্রস্তাব পেয়েছেন বহুবার । যদিও, তাঁর দাবি, সেসব প্রস্তাবে রাজি হননি তিনি । ইন্টারনেটে এবং বাস্তব জীবনেও এই ধরনের মহিলাদের প্রলোভনে পা না দেওয়ার জন্য পুরুষদের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন, Asha Bhonsle : দুবাইয়ের রেস্তরাঁয় খুন্তি হাতে আশা ভোঁসলে ! কী রান্না করলেন শিল্পী ?
স্বভাবতই মুকেশের এই মন্তব্যে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা । বিরক্ত তাঁর অনুরাগীরাও । প্রবীণ অভিনেতার থেকে এমন মন্তব্য আশা করেননি তাঁরা ।