পায়ে অসহ্য যন্ত্রণা! হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতা রণজয় বিষ্ণুকে। বন্ধ ছিল 'গুড্ডি' ধারাবাহিকের শুটিং। শনিবার রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এখন যদিও আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি।
গাড়ি থেকে নামার পর আচমকাই পায়ে অসহ্য যন্ত্রণা। পায়ে ভর দিয়ে ঠিক ভাবে দাঁড়াতেই পারছিলেন না রণজয়। শনিবার ভর্তি করা হয় হাসপাতালে। রবিবার ছেড়ে দেওয়া হয়েছে অভিনেতাকে। বুধবার শুটিং-এর সেটে ফিরেছেন
ঠিক কী হয়েছিল অভিনেতার। ১০ বছরের পুরনো চোট, নতুন করে সমস্যা করল। এক ধারাবাহিকের শুটের সময় চোট লেগেছিল, সেখান থেকেই কোমোরে স্লিপ ডিস্কের সমস্যা শুরু হয়। নতুন করে বাড়াবাড়ি হয়েছিল সম্প্রতি।
এক সংবাদ মাধ্যমকে রণজয় জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ মেনে দীর্ঘ দিন বিশ্রামে থাকা সম্ভব হয়নি। তবে অভিনেতা প্রোডাকশনের সঙ্গে কথা বলেছেন। দাঁড়ানোর শট দেওয়া এখন সম্ভব না, বসে বসেই গুড্ডির শুটিং করবেন।