প্রায় ১১ ঘণ্টা ধরে অভিনেতা বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্রে টলিপাড়ার বনিকে শুক্রবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খবর প্রকাশ্যে আসার পরই বনির নাম উল্লেখ না করে তাঁকে নিয়ে পোস্ট করলেন অভিনেতা ঋদ্ধি সেন।
খানিকটা কটাক্ষের সুরেই ঋদ্ধি বলেছেন দুর্নীতির সঙ্গে নাম জড়ানো অভিনেতারা দর্শকদের বাংলা ছবির পাশে দাঁড়াতে বলেন, তাঁদের অভিনয়, ছবির গল্প ভালো না লাগলে দর্শকদের রিতিমতো হুমকিও দেন, শেষে ইডি তলব করলে তবে দর্শক দেখে। ঋদ্ধি এই প্রসঙ্গে আনন্দবাজারকে জানিয়েছেন, বনি সেনগুপ্তর ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, লোভ প্রকাশে আগে মানুষ লজ্জা পেত, এখন কলার উঁচিয়ে বলে।